অরলান্ডোর চিঠি

গল্পগুচ্ছ | বি এম আতিকুজ্জামান

ভূমিকা

এক জীবনে অনেক লিখেছি। অধিকাংশই সংগ্রহে রাখি নি। গত
কয়েক বছরে ‘অরলান্ডোর চিঠি’ নামের কলামে সময়ে অসময়ে লিখি। লিখতে
ভালো লাগে। যদিও সময় বড়ো কম। আমার জীবনের সবচে দীর্ঘতম সময়
কাটাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে। এ শহরটি সারা
বিশ্বের নাগরিকদের কাছে খুব প্রিয়, ও অত্যন্ত আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র
হিসেবে বিখ্যাত। এ কারণে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিন্ন রীতি আর
সংস্কৃতির মানুষরা আসে এ শহরে প্রায় সারা বছর। এসব মানুষের প্রতি আমার
প্রবল আগ্রহ। তাদের চিকিৎসা সেবা দেবার পাশাপাশি তাদের প্রবাহমান
জীবনের টানাপোড়েন নিয়ে আমি লিখি। এ লেখাতে বাস্তব জীবনের দ্ব›েদ্বর সাথে
আছে আমার সহজ সরল কথামালা।

জীবন নদীর মতো। বাঁকে বাঁকে তার বিস্ময়। আমার চারদিকের সব
পরিচিত অপরিচিত মানুষ বিস্ময় নিয়ে প্রতিদিন আমার কাছে আসেন। আমি
তাদের বিস্ময় নিয়ে আবেগাপ্লæত হই। তাদের জীবন নিয়েই এসব গল্প-অনুগল্প।
আমার প্রথম বইতে আপনাদের স্বাগতম।

বি এম আতিকুজ্জামান
অরলান্ডো, ফ্লোরিডা
পৌষের ২০তম দিবস

Pin It on Pinterest

Share This