স্বাগতম, নতুন বছর ১৪৩০

কবিতা | মোহাম্মাদ নাকিবউদ্দীন

ঝরুক কান্না, আসুক বন্যা, অশ্রু জলপ্রপাত,
জেনো বরাভয়, কাদামাটি বয় সূর্যালোকের হাত।

অবেলার ঝড়, নয় যে অনড়, পেছনে প্রগাঢ় শান্তি,
মাঝ সমুদ্রে, তাণ্ডব রুদ্রে, ধৈর্য্যে সবল কান্তি।

হোক না হোক, আনন্দ বা শোক, বাঁচাটাই আশ্চর্য,
বাঁচুক সৃষ্টি, মঙ্গল বৃষ্টি, প্রজন্ম, ঐশ্বর্য।

ঢেঁকিছাঁটা ধান, প্রাণ অফুরান, নতুনের আহ্বান,
রুপকথা নয়, সুখগাঁথা হয়, যেন – আগামী দিনের গান,
নবান্নের আঘ্রাণ,
চাঁদ, জোয়ারে আনচান,
ছাদ, খোয়ারে জ্যোৎস্না-স্নান,
সাহসী, ধাবমান অভিযান,
সুহাসী অকুন্ঠ আকন্ঠপান,
ঊষসী, অমিয় আপ্রাণ,
আমিও তুমিও বাঁশীর টান॥

——–
© মোহাম্মাদ নাকিবউদ্দীন
৩ এপ্রিল, ২০২৩ (০২:০৫)

[Inspired by Sakamoto piano playing, Merry Christmas, Mr. Lawrence]

Pin It on Pinterest

Share This